ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

লালনের গান গেয়ে উদীচীর প্রতিবাদ

লালনের গান গেয়ে উদীচীর প্রতিবাদ

ছবি- সমকাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৪ | ২১:৪৫

ফকির লালন শাহের গান উদ্ধৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় যুবককে আটক ও হয়রানির প্রতিবাদ জানিয়েছে উদীচী শিল্পীগোষ্ঠী।

শনিবার রাজধানীর শাহবাগে উদীচী কেন্দ্রীয় সংসদের উদ্যোগে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ আয়োজন করা হয়।

সমাবেশের শুরুতে লালনের কয়েকটি গান সমবেতভাবে পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় সংগীত বিভাগের শিল্পীরা। একক সংগীত পরিবেশন করেন উদীচীর শিল্পী মীর সাখাওয়াত হোসেন, রাতুল দে, হৃদিক জাহান, মায়েশা সুলতানা উর্বি, রায়হান এবং বিজয় বণিক।

আমন্ত্রিত শিল্পী হিসেবে লালনগীতি শোনান সরদার হীরক রাজা, নয়ন সাধু, শাহ সুফী রিপন চিস্তী, নূর ইসলাম শেখ, মিজানুর রহমান ফকির।

সমাবেশে বক্তারা বলেন, এ ভূখণ্ডের মানুষকে অসাম্প্রদায়িক চেতনায় দীক্ষিত করার কাজে যারা অগ্রপথিক, তাদের মধ্যে অন্যতম লালন শাহ। তার গান সাধারণ মানুষের অন্তরে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। কিন্তু সেই লালনের বাণী প্রচারের কারণে হয়রানির শিকার হয়েছেন শরীয়তপুরের এক যুবক। কোনো লিখিত অভিযোগ বা মামলা হওয়ার আগেই পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তাকে আটক এবং পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।

তারা আরও বলেন, লালনের অহিংস বাণী প্রচারের জন্য একটি স্বাধীন দেশের নাগরিককে এমন হয়রানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তাসহ সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় আনার দাবি জানান উদীচীর নেতৃবৃন্দ।

উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য আরও দেন সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। সমাবেশ সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম।

আরও পড়ুন

×