ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

প্রতিমন্ত্রী বললেন

বৈশ্বিক চাহিদা অনুযায়ী জনশক্তি তৈরি করা হবে

বৈশ্বিক চাহিদা অনুযায়ী জনশক্তি  তৈরি করা হবে

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। ফাইল ছবি

ইউএই প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৪ | ১৯:১৫ | আপডেট: ২৫ মে ২০২৪ | ২২:৩১

বিভিন্ন দেশে জনশক্তির চাহিদাভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। 

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ১ কোটি ৩৫ লাখের মতো বাংলাদেশি কর্মরত। বৈশ্বিক চাহিদার আলোকে আরও জনশক্তি তৈরি করা হবে। বিদেশে শ্রম রপ্তানির লক্ষ্যে যে দেশে যে ধরনের জনবলের চাহিদা আছে, সেই দেশে সেই ধরনের জনবল পাঠানো হবে। 

শনিবার সংযুক্ত আরব আমিরাতে জনশক্তি আমদানীকারক শীর্ষ প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত সভায় বাংলাদেশ থেকে জনশক্তি আমদানীকারক শীর্ষ ১৬ প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তারা অংশ নেন। 

জনশক্তি আমদানীকারক প্রতিষ্ঠানগুলোর প্রধানরা বাংলাদেশিদের ক্ষেত্রে ভিসা প্রসেসিংয়ে দীর্ঘসূত্রিতার অভিযোগ করেন। পাশাপাশি দুবাই ট্যাক্সিতে নিয়োগের ক্ষেত্রে ভাষা ও আইটি দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রতিমন্ত্রী এই বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেবেন বলে জানান। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খায়রুল আলম, একান্ত সচিব মামুনুর রহমান, দুবাইয়ের কনসাল জেনারেল জামাল হোসেন প্রমুখ।
 

আরও পড়ুন

×