দেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে ২৫ শতাংশ উচ্চ রক্তচাপে ভুগছে

ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ মে ২০২৪ | ১৯:১৯
উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। দেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে ২৫ ভাগ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে। এদের ৫০ ভাগই জানেন না যে, তারা উচ্চ রক্তচাপের রোগী। হৃদরোগ, স্ট্রোক, কিডনিসহ বিভিন্ন জটিল রোগের জন্য উচ্চ রক্তচাপ দায়ী। উচ্চ রক্তচাপজনিত রোগসমূহ প্রতিরোধে সচেতনতা বাড়ানো একান্ত প্রয়োজন।
সোমবার বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে গণমুখী সেমিনারে এসব কথা বলেন চিকিৎসকরা। সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যপ্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির, সেমিনারটির সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল (রিজভী), স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সোহেল রেজা চৌধুরী।
ডা. রোকেয়া সুলতানা বলেন, সরকার উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগের চিকিৎসা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিক চালু করেছে। যেহেতু উচ্চ রক্তচাপ নীরব ঘাতক। তাই এর থেকে বাঁচতে সচেতন হতে হবে। অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, জীবনাচরণ ও খাদ্যাভাস পরিবর্তনের মাধ্যমে এই নীরব ঘাতক প্রতিরোধ করতে হবে। একই সঙ্গে কমিউনিটি ক্লিনিকগুলোতে এসব অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন বলেন, উচ্চ রক্তচাপ দিবসটি পালনের উদ্দেশ্য হচ্ছে, সাধারণ মানুষদের এই রোগ সম্পর্কে সচেতন করা। সরকার এসডিজি অর্জনের লক্ষ্যে দেশব্যাপী এনসিডি কর্নার স্থাপন করেছে। এর লক্ষ্য হচ্ছে ২০২৭ সালের মধ্যে ৩০ লক্ষ মানুষকে চিকিৎসার আওতায় আনা।
অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিক বলেন, উচ্চ রক্তচাপের ফলে অনেক সময় একজন মানুষের জীবনে বড় ধরনের অঘটন ঘটতে পারে। এ জন্য সঠিকভাবে উচ্চ রক্তচাপ পরীক্ষা করা প্রয়োজন। পাশাপাশি এটি নিয়ন্ত্রণে আমাদের দৈনন্দিন জীবনাচরণে পরিবর্তন আনতে হবে।
প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, বিশ্বে ১.১৪ বিলিয়ন মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত। এর মধ্যে প্রতি ৪ জনে এক জন পুরুষ এবং প্রতি ৫ জনে একজন নারী উচ্চ রক্তচাপে ভুগছেন। ডব্লিউএইচও স্টেপ সার্ভে ২০১৮ অনুযায়ী বাংলাদেশে উচ্চ রক্তচাপে ভুগছেন ২০.৯ মিলিয়ন মানুষ। এর মধ্যে ১৫ শতাংশ উচ্চ রক্তচাপ রোগীর নিয়মিত চিকিৎসার মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে।
- বিষয় :
- উচ্চ রক্তচাপ