ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মানবপাচার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: সিআইডি প্রধান

মানবপাচার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: সিআইডি প্রধান

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৪ | ১৯:৩০ | আপডেট: ২৭ মে ২০২৪ | ১৯:৩৯

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বলেছেন, মানবপাচার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। মানবপাচার আইন সম্পর্কে সবার ধারণা থাকতে হবে। এছাড়া যারা বিদেশ যেতে ইচ্ছুক, তাদের সংশ্লিষ্ট দেশের ওয়ার্ক পারমিট, ভিসা প্রসেসিংয়ে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠান ও ভিসাসহ গমনাগমনের আনুষঙ্গিক কাগজ-পত্র সম্পর্কে জানতে হবে।

সোমবার সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুলে ‘মানব পাচার মামলার তদন্ত কৌশলের ওপর সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ’ শীর্ষক ২ দিনের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অতিরিক্ত ডিআইজি কমান্ড্যান্ট (ডিটিএস) হাসিব আজিজের সভাপতিত্ত্বে জাস্টিস অ্যান্ড কেয়ারের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মাদ তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এতে একজন সহকারী পুলিশ সুপার (এএসপি), ১৪ জন পরিদর্শক এবং ২০ জন উপপরিদর্শকসহ মোট ৩৫ জন অংশগ্রহণ করেন। এছাড়া তন্তকারী এবং তদন্ত তদারকী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এধরনের প্রশিক্ষণ কোর্স দেশব্যাপী পরিচালিত হবে।

সিআইডি প্রধান বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, দ্রুত অপরাধীদের শাস্তি এবং সাক্ষীদের নিয়মিত কোর্টে হাজির করার জন্য সিআইডি সদরদপ্তরে একটি ‘মানব পাচার সেল’ গঠন করা হয়েছে। ওই সেল মানবপাচারের শিকার ভুক্তভোগীদের সাপোর্ট, মানবপাচার সংক্রান্তে প্রয়োজনীয় ক্ষেত্রে মামলা করার ব্যবস্থা গ্রহণ, মামলা অধিগ্রহণ, তদন্ত ও তদারকী, গোয়েন্দা তথ্য সংগ্রহ পূর্বক নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এসময় তিনি যেকোনো ধরনের মানবপাচার বা প্রতারক কর্তৃক প্রতারিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হলে অথবা সন্দেহ হলে তাৎক্ষণিক ভাবে সিআইডির মানবপাচার সেলে যোগাযোগ করার আহ্বান জানান।

জাস্টিস অ্যান্ড কেয়ারের সহযোগিতায় প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সাইবার পাচারের সংক্ষিপ্ত বিবরণ, ধারণা এবং শনাক্তকরণ কৌশল, সাক্ষাৎকার এবং জিজ্ঞাসাবাদ, ভুক্তভোগীর সুরক্ষা, নৈতিক এবং পেশাগত মান, গ্রেপ্তারের পরে বিবেচনা, ডিজিটাল প্রমাণ সংগ্রহ, মানবপাচার নেটওয়ার্ক সনাক্তকরণ এবং ফিল্ড অপারেশনের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

আরও পড়ুন

×