ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

খাদ্যব্যবসা পরিচালনায় সব সংস্থাকে এক টেবিলে বসিয়ে কোনো বিষয়ে রাজি করানো জটিল

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সেমিনার

খাদ্যব্যবসা পরিচালনায় সব সংস্থাকে কোনো বিষয়ে রাজি করানো জটিল

নিরাপদ খাদ নিশ্চিতকরণে পুষ্টি ও পারিবারিক উত্তম অনুশীলনের ভূমিকা’ শীর্ষক সেমিনার

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২৪ | ১৭:২৮ | আপডেট: ৩০ মে ২০২৪ | ১৭:৩২

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জাকারিয়া বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতে দরকার আন্তঃসংস্থা সমন্বয়। খাদ্যব্যবসা পরিচালনার ক্ষেত্রে সরকারের অনেকগুলো সংস্থা কোনো না কোনোভাবে জড়িত। সবগুলো সংস্থাকে এক টেবিলে বসিয়ে কোনো বিষয়ে রাজি করানো খুব জটিল ও সময়সাপেক্ষ কাজ। তাই ধীরে ধীরে সবার সহযোগিতার মাধ্যমে দেশে নিরাপদ খাদ্যের পরিবেশ নিশ্চিত করতে হবে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) আয়োজনে এক সেমিনারে এ কথা বলেন তিনি। বৃহস্পতিবার কর্তৃপক্ষের প্রশিক্ষণ কক্ষে ‘নিরাপদ খাদ নিশ্চিতকরণে পুষ্টি ও পারিবারিক উত্তম অনুশীলনের ভূমিকা’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. খালেদা ইসলাম। তিনি নিরাপদ খাদ্যের গুরুত্ব, টেকসই উন্নয়নের সঙ্গে নিরাপদ খাদ্যের সম্পর্ক, খাদ্য-বিপত্তি, খাদ্যবাহিত রোগ, দেশে নিরাপদ খাদ্যের বর্তমান অবস্থা, অনিরাপদ খাদ্যগ্রহণের কুফল, খাদ্যের অপচয়, খাবারের বর্জ্য ব্যবস্থাপনা, ফরমালিন নিয়ে বিভ্রান্তি, ট্রান্সফ্যাট এসিডের ব্যবহার ও ক্ষতিকর প্রভাব, খাবার রান্না ও সংরক্ষণে করণীয় এবং নিরাপদ পানি ব্যবহারের ভূমিকা নিয়ে নানা তথ্য তুলে ধরেন।  

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য ড. মোহাম্মদ মোস্তফা সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজধানীর মনোয়ারা হাসপাতালের পুষ্টিবিদ ও পরামর্শক  ডা. উম্মে সালমা মুন্নী। তিনি বলেন, পুষ্টি সেক্টরে আমরা যারা কাজ করি, তাদের উচিত আমাদের জ্ঞান ও অভিজ্ঞতাগুলো সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। যথাযথ অনুশীলন ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমেই নিরাপদ খাদ্যের পরিবেশ নিশ্চিত করা সম্ভব। 

সেমিনারে সভাপতিত্ব করেন বিএফএসএ সদস্য (অতিরিক্ত সচিব) আবু নূর মো. শামসুজ্জামান। অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, নিরাপদ খাদ্যের কর্মকর্তা, খাদ্য ব্যবসায়ী, রেস্তোরাঁ মালিক সমিতির নেতা এবং বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

×