স্কাউট নেতাদের রাষ্ট্রপতি
নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়তে কাজ করুন

ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় বক্তব্যকালে রাষ্ট্রপতি। ছবি-ফোকাস বাংলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৪ | ২০:০২
নতুন প্রজন্মকে উপযুক্ত শিক্ষা দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে তথ্য-প্রযুক্তি, আন্তর্জাতিক বিভিন্ন ভাষাসহ জ্ঞানবিজ্ঞানের সবশেষ প্রায়োগিক কলাকৌশল রপ্ত করতে আমাদের তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। কিশোর ও তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করে ‘স্মার্ট নাগরিক’ হিসেবে গড়ে তুলতে স্কাউট প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখতে পারে।
রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের ৫২তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি ও চিফ স্কাউট বলেন, দেশের শিশু, কিশোর ও যুব সমাজকে ব্যাপকভাবে স্কাউটিংয়ের আওতায় আনতে কার্যকর উদ্যোগ নিতে হবে। গতানুগতিক স্কাউটিং কার্যক্রমের পাশাপাশি সামাজিক বিভিন্ন সমস্যার সমাধানে এবং জনকল্যাণমূলক কার্যক্রমে জনমত গড়ে তুলতে স্কাউট নেতাদের এগিয়ে আসতে হবে। মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্কাউট নেতাদের আরও তৎপর হতে হবে।
সুনাগরিক গড়তে ভূমিকা, দেশের বিভিন্ন দুর্যোগে স্কাউটদের সেবা দেওয়ার ভূমিকার প্রশংসাও করেন রাষ্ট্রপতি। তবে দেশে ২৫ লাখ ৮৭ হাজার স্কাউটকে জনসংখ্যার তুলনায় অপ্রতুল উল্লেখ করে বাংলাদেশ স্কাউটসের ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান-২০৩০ অনুসারে সদস্য ৫০ লাখে উন্নীত করার নির্দেশনা দেন তিনি।
বাংলাদেশ স্কাউটসের সভাপতি আবুল কালাম আজাদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মোজাম্মেল হক খান। অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের বিগত বছরের কার্যক্রমের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। এ ছাড়া প্রশিক্ষণ, প্রোগ্রাম, সমাজ উন্নয়ন, স্বাস্থ্যবিষয়ক কার্যক্রমসহ স্কাউটিং সম্প্রসারণে অসামান্য অবদান রাখায় ‘প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড’, স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘রৌপ্য ব্যাঘ্র’ এবং দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘রৌপ্য ইলিশ’ প্রদান করা হয়।
- বিষয় :
- রাষ্ট্রপতি
- মো. সাহাবুদ্দিন