ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে সরানো হচ্ছে শাহবাগ থানা

সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে সরানো হচ্ছে শাহবাগ থানা

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৪ | ১৮:৪৮

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে শাহবাগ থানা সরিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী রমনা মৌজার সাকুরা রেস্তোরাঁ এলাকায় নেওয়া হচ্ছে।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। 

তিনি বলেন, রমনা মৌজার ৩৫ নম্বর দাগে ৩৯ দশমিক ৭ দশক জমি আছে, সে জায়গায় হবে শাহবাগ থানা।

মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে গিয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়ের প্রথম সংশোধিত) প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নের সুবিধার্থে ওই জায়গা (শাহবাগ থানার বর্তমান জায়গা) তাদের দরকার। তারা উপস্থাপন করেছে, এ নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করার চেষ্টা করছিল, কিন্তু তারা একমত হতে পারছিল না। সে জন্য মন্ত্রিসভায় আনা হয়েছে এবং মন্ত্রিসভা নির্দেশনা দিয়েছে।

কত দিনের মধ্যে স্থানান্তর হবে, জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এখন সিদ্ধান্ত হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই হবে।

আরও পড়ুন

×