শুরু হলো বাজেট অধিবেশন

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুন ২০২৪ | ২০:২১ | আপডেট: ০৬ জুন ২০২৪ | ০১:১৮
দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। এটি চলতি সংসদের প্রথম বাজেট অধিবেশন। বুধবার বিকেল পাঁচটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
অধিবেশনের শুরুতে স্পিকার সংসদকে জানান, বৃহস্পতিবার দুপুর তিনটায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪–২৫ অর্থবছরের বাজেট পেশ করবেন। অধিবেশনের শুরুতেই স্পিকার এই অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেন। এই তালিকায় রয়েছেন -এ বি তাজুল ইসলাম, মো. শাহাব উদ্দিন, শাহরিয়ার আলম, সালমা ইসলাম ও ফরিদা ইয়াসমিন। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অগ্রবর্তিতার ভিত্তিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা সংসদের বৈঠকের সভাপতিত্ব করে থাকেন।
পরে সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তবে চলতি সংসদে ঝিনাইদহ–৪ আসনের সদস্য আনোয়ারুল আজীমের মৃত্যুতে শোক প্রস্তাব নেওয়া হয়নি। কারণ সম্প্রতি তিনি কলকাতায় গিয়ে খুন হলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়নি সংসদ সচিবালয়। তার সংসদীয় আসনও এখন পর্যন্ত শূন্য ঘোষণা করা হয়নি।
কার্য উপদেষ্টা কমিটির বৈঠক
দ্বাদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটির ২য় বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটি সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য ও বিরোধী দলের নেতা জিএম কাদের, আমির হোসেন আমু, আবুল হাসানাত আব্দুল্লাহ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, আনিসুল হক, বিরোধী দলের উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ, আবদুল লতিফ সিদ্দিকী, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, ডা. দীপু মনি, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং এ কে এম রেজাউল করিম তানসেন। এ ছাড়াও সভাপতির অভিপ্রায় অনুযায়ী অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বৈঠকে অংশ নেন।
বৈঠকে অধিবেশনের কার্যাদি ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ৬ জুন বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে। শুক্র, শনিবার ও সরকারি ছুটির দিন অধিবেশন হবে না। তবে ২২ জুন ও ২৯ জুন শনিবার অধিবেশন অনুষ্ঠিত হবে। এছাড়া প্রতিদিন সকাল ১১টা হতে ১টা পর্যন্ত এবং সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত অধিবেশন চলবে। ঈদুল আজহার ছুটির কারণে আগামী ১৩ জুন অধিবেশন মুলতবি হয়ে ১৯ জুন পুনরায় শুরু হবে। সংসদের কার্যাবলীর পরিমাণ বিবেচনায় স্পিকার বাজেট অধিবেশনের স্থায়িত্বকাল নির্ধারণ করবেন বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যেকোনো পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮২টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ১ হাজার ৮৯০টি প্রশ্নসহ মোট ১ হাজার ৯৭২টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৫৪টি এবং প্রস্তাব (সাধারণ) বিধি-১৪৭ এ নোটিশ পাওয়া যায়নি। বিধি-১৩১ এ সিদ্ধান্ত প্রস্তাবের সংখ্যা ১২৯টি। বেসরকারি বিলের নোটিশ পাওয়া যায়নি। ৫টি সরকারি বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ৩টি, পাসের অপেক্ষায় ১টি ও সংসদে উত্থাপনের অপেক্ষায় ১টি।
বৈঠক সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। এতে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- বাজেট
- বাজেট ২০২৪-২৫
- সংসদ অধিবেশন