ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রাষ্ট্রপতির সঙ্গে বশেমুরবিপ্রবিপি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে বশেমুরবিপ্রবিপি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ছবি- বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২৪ | ২২:১২

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি)-এর উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে আজ বুধবার (৫ জুন) দুপুরে তাঁদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে রাষ্ট্রপতিকে বশেমুরবিপ্রবিপি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতি, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ইসহাক আলী খান পান্না, আসলাম সেরনিয়াবাত, অধ্যাপক ড. ফিরোজ আহমেদ এবং রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্য সচিব ড. অলক কুমার সাহা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×