ঈদে ১০ দিন বন্ধ থাকবে বাল্কহেড চলাচল

ফাইল ফটো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুন ২০২৪ | ১৮:২৯
ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে ১৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন নৌ-পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি আবদুল আলীম মাহমুদ। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে নৌ-পুলিশ সদর দপ্তরে ঈদুল আজহা উপলক্ষে ‘নৌপথে যাত্রী, পণ্য ও কোরবানির পশু পরিবহনে নিরাপত্তা’ সংক্রান্ত মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
আবদুল আলীম মাহমুদ বলেন, কোরবানির পশু বহনকারী নৌযান কোন হাটে ভিড়বে, তা ব্যানার লিখে নৌকায় টানাতে হবে। পশুবাহী পরিবহনে চাঁদাবাজি, চুরি, ছিনতাই, পকেটমারসহ যেকোনো হয়রানি বন্ধে নৌ পুলিশ বদ্ধ পরিকর।
তিনি আরও বলেন, ঈদে নৌপথ ব্যবহারকারী যাত্রীদের যাত্রা সহজ ও নিরাপদ করতে এবং পশু পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করতে নৌপুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নৌপথে যেকোনো সমস্যায় নৌ পুলিশের কন্ট্রোল রুমের নম্বর ০১৩২০১৬৯৫৯৮ অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে নৌ পুলিশকে অবগত করলে ব্যবস্থা নেওয়া হবে।