গ্রাম পুলিশ সদস্যদের হাহাকার
‘২১৭ টাকা হাজিরায় জীবন চালানো দায়’

জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনীর কেন্দ্রীয় কমিটির নেতারা। ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ জুন ২০২৪ | ২০:০১
‘মাত্র ২১৭ টাকা দৈনিক হাজিরায় কীভাবে জীবন চলে? ছেলে–মেয়েকে কীভাবে লেখাপড়া করাব? পরিবারের সদস্য অসুস্থ হলে কীভাবে চিকিৎসা করাব? আমরা ভিক্ষা চাচ্ছি না, শ্রমের ন্যায্যমূল্য চাচ্ছি। আমরা স্থানীয় সরকারের ৭২ প্রকার সেবা দেই।’ এভাবেই নিজেদের দুরবস্থা তুলে ধরেন চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা।
এক দফা দাবিতে অবস্থান কর্মসূচির ৪৩তম দিনে সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির নেতারা। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গ্রাম পুলিশ সদস্যরা নিজেদের দাবির সপক্ষে নানা যুক্তি তুলে ধরেন। শেষে সংগঠনের সভাপতি লাল মিয়া আগামী ৩০ জুনের মধ্যে চাকরি জাতীয়করণের সময়সীমা বেঁধে দেন। নির্ধারিত সময়ের মধ্যে কোনো ঘোষণা না এলে নতুন করে আন্দোলন শুরু হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা জানান, দেশের ইউনিয়ন পরিষদগুলোয় ৪৬ হাজার ৮৭০ জন গ্রাম পুলিশ সদস্য কর্মরত। দিন–রাত ২৪ ঘণ্টা তাদের কাজ করতে হয়। অন্যান্য চাকরিজীবী শুধু নিজ দপ্তরের কাজ করলেও তাদের বিভিন্ন দপ্তরের আদেশ পালন করতে হয়। অথচ দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে গ্রাম পুলিশের বেতন এখনও সাড়ে ৬ হাজার টাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে গ্রাম পুলিশ সদস্যদের জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করার আদেশ দেন। পরে ১৯৭৬ সালের ১ জানুয়ারি প্রজ্ঞাপন জারি হয়। তবে এত বছরেও তা বাস্তবায়ন করা হয়নি। সর্বশেষ ২০১১ সালে গ্রাম পুলিশ সদস্যদের জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করে আবারও প্রজ্ঞাপন জারি হয়। সেই প্রজ্ঞাপন কার্যকর করার দাবিতে গত ২৯ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়।
সংগঠনের সভাপতি লাল মিয়া সমকালকে বলেন, ঈদে গ্রাম পুলিশ সদস্যদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। তাই চলমান কর্মসূচি আপাতত স্থগিত রেখে সবাই নিজ এলাকায় ফিরে যাচ্ছি। আমরা আশা করছি, আগামী অর্থ বছরের বাজেটে গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের জন্য প্রয়োজনীয় বরাদ্দ থাকবে। তবে সেটা যদি না হয়, তাহলে ঈদের পর আবারও ঢাকায় অবস্থান কর্মসূচি শুরু করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সবাই আন্দোলন চালিয়ে যাবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মো. সুমন, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আর্শেদ আলী, প্রচার সম্পাদক কৃষ্ণ ধন চৌধুরী, সহ–প্রচার সম্পাদক ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক রিন্টু মিয়া, চাঁদপুর জেলা কমিটির সভাপতি নিত্যানন্দ সূত্রধর প্রমুখ।
- বিষয় :
- গ্রাম পুলিশ
- বেতন
- চাকরি