বাংলাদেশিদের জন্য ওমানের ভিসা নিষেধাজ্ঞা শিথিল, নেবে না শ্রমিক

ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ জুন ২০২৪ | ২১:০০
বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা শিথিল করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। তবে সাধারণ কর্মীদের নয়, নির্দিষ্ট ৮ ক্যাটাগরিতে ভিসা দেবে। বুধবার ঢাকাস্থ ওমান দূতাবাসের চিঠির বরাতে এই তথ্য জানিয়েছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।
গত বছরের ৩১ অক্টোবর বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা দেওয়া বন্ধ করে ওমান। কী কারণে এ সিদ্ধান্ত নিয়েছিল, তা আনুষ্ঠানিকভাবে কখনো জানায়নি। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্র সে সময়ে জানিয়েছিল, আট লাখের বেশি বাংলাদেশি ওমানে রয়েছে। হাজার হাজার কর্মী দেশটিতে গিয়ে কাজ পাননি। এ কারণে ভিসা বন্ধ করা হয়।
ওমান দূতাবাসের চিঠিতে জানানো হয়, বাংলাদেশি নাগরিকদের জন্য আরোপ ভিসা নিষেধাজ্ঞা থেকে কিছু শ্রেণিকে অব্যহতি দেওয়া হয়েছে। ফ্যামিল ভিসা বা উপসাগরীয় দেশগুলোতে বাস করা বাংলাদেশিদের ভিজিট ভিসা দেওয়া হবে। চিকিৎসক, নার্স, প্রকৌশলী, শিক্ষক, হিসাবরক্ষক পেশাজীবীরা ওমানের ভিসার জন্য আবেদন করতে পারবেন। দেশটিতে বিনিয়োগ করা বাংলাদেশিরাও ভিসা পাবেন। সরকারি সফরের জন্য এবং উচ্চ আয়ের পর্যটকদেরও ভিসা দেওয়া হবে।
জনশক্তি রপ্তানির বিচারে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে পর ওমান বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। ২০২২ সালে সৌদি আরবের পর দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ এক লাখ ৭৯ হাজার ৬১২ জন বাংলাদেশি কর্মী চাকরি নিয়ে যান।
গত মাসে ওমান সফর করেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। গত মঙ্গলবার তিনি জানিয়েছিলেন, অবৈধ হয়ে পড়া ৯৬ হাজার বাংলাদেশিকে বৈধতা দেবে ওমান। ১২টি ক্যাটাগরিতে কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে। দেশটি দক্ষ কর্মী চায়। দক্ষ কর্মী যাওয়া শুরু করলে অদক্ষদের জন্যও শ্রমবাজার খুলবে।
- বিষয় :
- ওমান
- ভিসা নিষেধাজ্ঞা