ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

যাত্রী কল্যাণ সমিতির তথ্য 

ঈদযাত্রায় ৩০৯ দুর্ঘটনায় প্রাণ গেছে ৪৫৮ জনের

ঈদযাত্রায় ৩০৯ দুর্ঘটনায় প্রাণ গেছে ৪৫৮ জনের

যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন। ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২৪ | ২১:২৭

ঈদযাত্রায় ১০ থেকে ২৪ জুন পর্যন্ত ১৫ দিনে সড়কে ৩০৯ দুর্ঘটনায় ৪৫৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ৮৪০ জন। আগের বছরের ঈদুল আজহার তুলনায় সড়ক দুর্ঘটনা ১১ দশমিক ৫৫ শতাংশ এবং প্রাণহানি ৫৩ দশমিক ১৭ শতাংশ বেড়েছে। আহতের সংখ্যা বেড়েছে প্রায় আড়াই গুণ। 

বুধবার রাজধানীর পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতি এসব তথ্য জানায়। এর আগে সরকারি নিয়ন্ত্রক সংস্থা সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছিল, ১১ থেকে ২৩ জুন পর্যন্ত ১৩ দিনে সড়কে ২৩৫ দুর্ঘটনায় ২৩০ জন নিহত এবং ৩০১ জন আহত হয়েছেন।

যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, এ ১৩ দিনে নিহতের সংখ্যায় প্রায় ১০০ জন বেশি। আহতের সংখ্যা হাজারের বেশি। সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর ভাষ্য, সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে হতাহতের পরিসংখ্যান করা হয়েছে। সরকারি হিসাবে আহতের সংখ্যা মাত্র ৩০১ জন হলেও ঈদের আগে-পরে ১৪ দিনে ঢাকার পঙ্গু হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত ১ হাজার ৭৮ রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাত বা পা ভেঙে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৪৭৮। 

যাত্রী কল্যাণের প্রতিবেদন অনুযায়ী, ঈদযাত্রায় রেলপথে ২২ দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। নৌপথে ৬ দুর্ঘটনায় ১০ জনের প্রাণ গেছে। দুর্ঘটনার শীর্ষে আছে মোটরসাইকেল। ১৩২ দুর্ঘটনায় ১৩০ জন নিহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৪২ দশমিক ৭১ শতাংশ এবং নিহতের ২৮ দশমিক ৩৮ শতাংশ। সড়কে দুর্ঘটনায় নিহতদের ৫১ জন চালক, ১১ জন পরিবহন শ্রমিক, ৪৮ জন পথচারী ছিলেন।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, বর্তমান সরকারের ১৫ বছরের ধারাবাহিক উন্নয়নে সড়ক-মহাসড়কের অবস্থা আগের তুলনায় অনেক ভালো। ঈদের আগে তিন দিন সরকারি ছুটি থাকায় যাত্রীর চাপ কিছুটা ভাগ হয়েছে। হাইওয়ে পুলিশ, জেলা পুলিশসহ সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার তৎপরতা ছিল লক্ষ্যণীয়। তবুও ছোট ছোট যানবাহন বিশেষ করে ইজিবাইক, মোটরসাইকেল, অটোরিকশার ব্যাপক বৃদ্ধিতে যানবাহন নিয়ন্ত্রণ করা যায়নি। এ ছাড়া সড়কে চাঁদাবাজি, ফিটনেসহীন যানবাহন চলাচল, পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহনে দুর্ঘটনা ও প্রাণহানি বেড়েছে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, যাত্রী কল্যাণ সমিতির সহসভাপতি তাওহীদুল হক লিটন, যুগ্ম মহাসচিব মনিরুল হক প্রমুখ। 

আরও পড়ুন

×