যুক্তরাজ্যে যুদ্ধাপরাধী মুঈনুদ্দীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

সেক্টর কমাণ্ডারস ফোরাম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুন ২০২৪ | ২২:২৩
যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালতে একাত্তরের যুদ্ধাপরাধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত চৌধুরী মুঈনুদ্দীনের পক্ষে রায় দেওয়ায় ঘটনায় উষ্মা প্রকাশ করে বিবৃতি দিয়েছে সেক্টর কমাণ্ডারস ফোরাম। বিবৃতিতে বাংলাদেশ সরকারকে চৌধুরী মুঈনুদ্দীনের বিষয়ে যুক্তরাষ্ট্রের আদালতে যথাযথ আইনি ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।
শনিবার সংগঠনের যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদের সই করা এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
এতে বলা হয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর অন্যতম প্রধান দোসর ও বাঙালি গণহত্যা ও বুদ্ধিজীবী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চৌধুরী মুঈনুদ্দীন সম্প্রতি যুক্তরাজ্যের শীর্ষ আদালত থেকে একটি আদেশ পেয়েছেন। সুপ্রিম কোর্টের আদেশে বলা হয়েছে, মুঈনুদ্দীনকে যুদ্ধাপরাধী বলায় সেই মন্ত্রীর বিরুদ্ধে তিনি যে মানহানি মামলা দায়ের করেন তার শুনানি চলতে পারে। এটি মুক্তিযুদ্ধে গণহত্যাকারী, যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে যে রায়গুলো দিয়েছে তা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা।
বিবৃতিতে আরও বলা হয়, এই আদেশকে হালকাভাবে দেখা বা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়জন কৃতী শিক্ষক, ছয়জন বিশিষ্ট সাংবাদিক ও তিনজন চিকিৎসকসহ ১৮ জন শীর্ষ বুদ্ধিজীবীকে অপহরণ ও হত্যার অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আল বদর নেতা আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনকে দোষী সাব্যস্ত করে। তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায়ের পরে ইন্টারপোলে তাদের নামে রেড নোটিশ জারি করা হয়। কিন্তু আজও পর্যন্ত তাদের প্রত্যাবর্তন সম্ভব হয়নি।
- বিষয় :
- যুদ্ধাপরাধী
- বাংলাদেশ
- যুক্তরাজ্য