আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট চালু

ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২৪ | ১০:৩৮ | আপডেট: ০১ জুলাই ২০২৪ | ১১:০১
ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট উৎপাদনে এসেছে। আজ সোমবার ভোর ৫টায় ইউনিটটি চালু হয়। এর আগে গত শুক্রবার কেন্দ্রটি থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়।
ঝাড়খণ্ডে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে প্রায় দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয়। কয়েক দিন থেকে কেন্দ্রটিতে আংশিক উৎপাদন হচ্ছিল।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সূত্রে জানা গেছে, রক্ষণাবেক্ষণের জন্য ঈদের ছুটিতে কেন্দ্রের প্রথম ইউনিটটির উৎপাদন বন্ধ করা হয়। এটি ৫ জুলাই উৎপাদনে ফিরতে পারে।
কারিগরি ত্রুটির কারণে ২৫ জুন থেকে দ্বিতীয় ইউনিটের উৎপাদন অর্ধেকে নেমে এসেছিল। ধীরে ধীরে উৎপাদন বাড়ানোর প্রক্রিয়া চলছিল। কিন্তু গত শুক্রবার সকাল পৌনে ১০টায় বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।
- বিষয় :
- বিদ্যুৎকেন্দ্র
- আদানি গ্রিন এনার্জি
- পিডিবি