স্তন ক্যান্সারের অস্ত্রোপচার পাঁচ হাজার টাকায়

স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে ৫০ দরিদ্র রোগীর স্তন ক্যান্সার অস্ত্রোপচারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জুলাই ২০২৪ | ০২:৩০
মাত্র ৫ হাজার টাকায় ৫০ দরিদ্র রোগীর স্তন ক্যান্সার অস্ত্রোপচারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম। গতকাল সোমবার রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া স্তন ক্যান্সার সচেতনতা দিবস ও মাস উপলক্ষে ১৫০ দিনের কর্মসূচি ঘোষণা করে সংস্থাটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফোরামের সদস্য সংগঠন কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট ও রোটারি ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটি প্রতীকী খরচে দরিদ্র রোগীদের স্তন ক্যান্সার অপারেশনে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে। এ ক্ষেত্রে রোগী ৫ হাজার টাকা (শয্যাভাড়া, পরীক্ষানিরীক্ষার মূল্য) পরিশোধ করবে। ২৫ হাজার টাকা কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংগঠন অনুদান সহায়তা হিসেবে দেবে। গণস্বাস্থ্য ৩০ হাজার টাকা গ্রহণ করবে হাসপাতাল ও সার্জন ফি বাবদ। কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট ১৫ জনকে সহায়তা দেবে। অন্যান্য সংগঠন ও ব্যক্তির সহায়তায় অন্তত ৫০ জনকে সহায়তা দেওয়া হবে।
দেশের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ মহৎ উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন সংবাদ সম্মেলনে উপস্থিত বিশিষ্টজন। এ সময় ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন আজ থেকে ১৫০ দিনের কর্মসূচি ঘোষণা করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন চিকিৎসা শিক্ষাবিদ অধ্যাপক শুভাগত চৌধুরী, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. হালিদা হানুম আখতার, সাবেক সচিব আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সয়েফ উদ্দিন সপু।
- বিষয় :
- ক্যান্সার
- অস্ত্রোপচার
- গণস্বাস্থ্য কেন্দ্র