এমপি কামরুল
কামরাঙ্গীরচরবাসীর ক্ষতি করে কোনো প্রকল্প হবে না

অ্যাডভোকেট কামরুল ইসলাম। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৪ | ০২:২৪
কামরাঙ্গীরচরবাসীর ক্ষতি করে কোনো প্রকল্প হবে না বলে জানিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র তাপসের সঙ্গে কথা হয়েছে। কামরাঙ্গীরচরের মানুষের উৎকণ্ঠার বিষয়টি জানানো হয়েছে। মেয়র প্রতিশ্রুতি দিয়েছেন, কামরাঙ্গীরচরের মানুষকে অসন্তোষ বা ক্ষতি করে কোনো কাজ করা হবে না।’
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার কামরাঙ্গীরচরে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক এই মন্ত্রী বলেন, প্রকল্পের জন্য চলমান জরিপ-সার্ভে সব বন্ধ হয়ে যাবে এবং এ বিষয়ে কোনো আন্দোলনের প্রয়োজন নেই।
কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজি সোলায়মান মাতবরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ৫৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূরে আলম চৌধুরী, ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন, ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইদুল ইসলাম প্রমুখ।
- বিষয় :
- কামরাঙ্গীরচর