ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

প্রত্যয় স্কিম বাতিলের দাবি

সরকারের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনার আশা শিক্ষকদের

সরকারের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনার আশা শিক্ষকদের

ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৪ | ২২:১৭

সর্বজনীন পেনশন ‘প্রত্যয় স্কিম’ বাতিলসহ তিন দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন ৪০ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তবে এখন পর্যন্ত সাড়া মেলেনি। এ অবস্থায় আগামী সপ্তাহে সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারবেন বলে আশা করছেন শিক্ষক নেতারা।

বৃহস্পতিবার কলাভবনের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একই দাবিতে সকাল থেকে দুপুর পর্যন্ত রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে অবস্থান নেন কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া বলেন, সরকারের উচ্চ মহলে আমাদের আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। শিক্ষামন্ত্রীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে না থাকায় এতদিন আমাদের আন্দোলনে তিনি মনোযোগ দিতে পারেননি। এখন তিনি দেশে এসেছেন। আমরা আশাবাদী, আগামী সপ্তাহের মধ্যে একটি আলোচনা হবে। তিনি বলেন, আমরা আন্দোলন অব্যাহত রেখেছি। ৪০ বিশ্ববিদ্যালয়ে একযোগে অবস্থান কর্মসূচি হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে আমরা সরব না।

শিক্ষকদের তিন দফা হলো– প্রত্যয় স্কিম বাতিল করতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ২০১৫ সালের প্রতিশ্রুত সুপার গ্রেড ও স্বতন্ত্র বেতন স্কেল চালু করতে হবে।
 

আরও পড়ুন

×