আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে যাচ্ছে বাংলাদেশ দল

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকদের সঙ্গে ছয় খুদে গণিতবিদ। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ জুলাই ২০২৪ | ২২:২৬
ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ৬৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। আগামী সোমবার ইংল্যান্ডের বাথ শহরে উদ্বোধনী পর্বের মাধ্যমে শুরু হবে এর আসর। এতে ছয় সদস্যের বাংলাদেশ দল অংশ নেবে।
বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে বাংলাদেশ দলের সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। তারা হলেন ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মনামী জামান, চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজের জিতেন্দ্র বড়ুয়া, ময়মনসিংহ জিলা স্কুলের তাহসিন খান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের নাফিজ নূর তাস্বীন, বরিশাল ক্যাডেট কলেজের মুসাহিদ আহমদ এবং ঢাকা কলেজের এস এম এ নাহিয়ান।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ খুদে গণিতবিদদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান।
- বিষয় :
- গণিত অলিম্পিয়াড