কোটা সংস্কার আন্দোলন
গুলিবিদ্ধ জবির চার শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক

হাসপাতালের বেডে কাতরাচ্ছে এক শিক্ষার্থী। ছবি: সমকাল
জবি প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৪ | ১৭:৫০ | আপডেট: ১৬ জুলাই ২০২৪ | ১৭:৫৯
গুলিবিদ্ধ চার শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসাপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. আরিফ।
তিনি বলেন, চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় ও একজনকে ছুরিকাঘাতে আহত অবস্থায় পেয়েছি। গুলিবিদ্ধ চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর ছুরিকাঘাতের একজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।
মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কোটাবিরোধী মিছিল বের করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় রায়সাহেব বাজার অভিমুখে মিছিলটি গেলে অলিগলি থেকে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু হয়। গুলিবিদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭ ব্যচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী অনিক, ম্যানেজমেন্ট বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস জামান, ১৬ ব্যাচের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নাসিম, কবি নজরুল কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী হাসিব।