ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মতিউর পরিবারের আরও সম্পদ জব্দ, শেয়ার অবরুদ্ধ

মতিউর পরিবারের আরও সম্পদ জব্দ, শেয়ার অবরুদ্ধ

মতিউর রহমান

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪ | ০১:২০

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের পরিবারের আরও সম্পদ জব্দ ও শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে তৃতীয় দফায় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ ১৩৭ শতাংশ জমি জব্দ ও ১৯টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন।

মতিউরের পরিবারের সদস্যদের নামে থাকা জব্দ স্থাবর সম্পদগুলো হলো– গাজীপুরের টঙ্গীতে মতিউরের দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলী ও তাঁর ভাই এম এ কাইয়্যুম হাওলাদারের নামে থাকা ১৩৭.২৮ শতাংশ জমি। আরও রয়েছে তাঁর ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের নামে ঢাকার একটি আবাসিক এলাকায় তিনটি কার পার্কিংসহ ৮ হাজার ৭০ বর্গফুট জায়গা।
এ ছাড়া অস্থাবর সম্পদের মধ্যে মতিউর পরিবারের ১৯টি কোম্পানির ৩ কোটি ৭৮ লাখ ৪৬ হাজার ৫১৭টি শেয়ার অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর এসব তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে মতিউর পরিবারের সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার জন্য আদালতে আবেদন জমা দিয়েছিলেন সংস্থাটির প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন। তিনি মতিউর ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধানকারী টিমের প্রধান।
আবেদনে বলা হয়, মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে নিজ নামে বা অন্যান্য ব্যক্তির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসহ হন্ডি ও আন্ডার ইনভয়েসিং বা ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থ পাচার করে শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। মতিউর ও তাঁর পরিবারের সদস্যরা তাদের মালিকানাধীন স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। তারা এটি করতে পারলে অভিযোগ অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা রুজু, আদালতে অভিযোগপত্র দাখিল, আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনকূলে বাজেয়াপ্ত করাসহ সব উদ্দেশ্যই ব্যর্থ হবে।  

আরও পড়ুন

×