তারেক রহমানের বিরুদ্ধে মামলার পুনঃতদন্তের আবেদন

ফাইল ছবি
আদালত প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৪ | ১৯:৪২ | আপডেট: ২৯ জুলাই ২০২৪ | ১৯:৫৫
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ‘বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা’ ঘোষণা দেওয়ার অভিযোগে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পুনঃতদন্ত চেয়েছে রাষ্ট্রপক্ষ। ঢাকার সাইবার ট্রাইব্যুনালে আজ সোমবার গোয়েন্দা সংস্থা ডিবির জমা দেওয়া অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি নজরুল ইসলাম শামীম মামলাটি পুনরায় তদন্তের আবেদন করেন।
শুনানি শেষে বিচারক এ এম জুলফিকার হায়াত আগামী ২২ সেপ্টেম্বর এ বিষয়ে আদেশের জন্য দিন রাখেন বলে ট্রাইব্যুনাল থেকে জানানো হয়েছে।
জিয়াউর রহমানকে ‘জাতির পিতা’ ঘোষণার অভিযোগে দায়ের করা এ মামলায় গত ২ ডিসেম্বর সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম) উপ-পরিদর্শক হাসানুজ্জামান। তারেক রহমানকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং সম্পত্তি ক্রোকের আবেদন করা হয়।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুলতান সোহাগ উদ্দিন গত ১৭ জানুয়ারি অভিযোগপত্রে ‘দেখিলাম’ লিখে স্বাক্ষর করেন। এরপর মামলাটি বিচারের জন্য সাইবার ট্রাইব্যুনালে পাঠানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক জাহিদুল ইসলাম ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন।