ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সহিংসতা ও হত্যা 

স্বচ্ছ তদন্তসহ গণগ্রেপ্তার বন্ধ চায় সুজন 

স্বচ্ছ তদন্তসহ গণগ্রেপ্তার বন্ধ চায় সুজন 

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪ | ০৬:২৩

সহিংসতা ও হত্যার স্বচ্ছ তদন্তসহ গণগ্রেপ্তার বন্ধের আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। গতকাল মঙ্গলবার সুজন সভাপতি এম হাফিজউদ্দিন খান ও সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের সই করা এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সংকট এখনও নিরসন হয়নি। সরকারের পক্ষ থেকে হামলা ও ভাঙচুরের সঙ্গে শিক্ষার্থীরা যুক্ত নয় বলা হলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ‘ব্লক রেইড’ দিয়ে গণগ্রেপ্তার অব্যাহত রয়েছে। এর ফলে জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে বিবৃতিতে আরও বলা হয়, সোমবার পর্যন্ত রাজধানীতে ২৪৩ মামলা হয়েছে। সারাদেশে গ্রেপ্তার করা হয়েছে ১০ হাজারের বেশি মানুষকে। 

এ পরিস্থিতিতে সুজনের পক্ষ থেকে সরকারের প্রতি ৯ দফা দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে– জাতিসংঘের তত্ত্বাবধানে সহিংসতার সব ঘটনার স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত এবং দোষীদের শাস্তির আওতায় আনা; সহিংসতায় নিহতদের নাম-পরিচয়সহ বিস্তারিত বিবরণ প্রকাশ; নিহত ব্যক্তির প্রত্যেক পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ; আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব নেওয়া; গায়েবি মামলা ও ঢালাওভাবে গ্রেপ্তারসহ শিক্ষার্থীদের হয়রানি বন্ধ ও তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও আটকদের মুক্তি, নতুন মামলা না দেওয়া, ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়ককে অবিলম্বে মুক্তি এবং নাগরিককে ভয়ভীতি দেখানো থেকে দূরে থাকা; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার বন্ধ এবং পুলিশ ও সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা থেকে বিরত থাকা; জনজীবনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কারফিউ তুলে নেওয়া এবং ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর বিধিনিষেধ প্রত্যাহার করে সব মৌলিক অধিকার নিশ্চিত করা; লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি ও ছাত্রদের ব্যবহারের রাজনীতি বন্ধ করা, সব ক্যাম্পাসে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন; ভোটাধিকার থেকে শুরু করে জনগণের অন্য নাগরিক অধিকার নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা।

আরও পড়ুন

×