ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল

কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয় অভিভাবক, শিক্ষক ও সাংস্কৃতিক কর্মীরা। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪ | ১৭:৪৬ | আপডেট: ০২ আগস্ট ২০২৪ | ১৮:১৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'প্রার্থনা ও গণমিছিল' কর্মসূচির ডাকে সাড়া দিয়ে শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে। এদিন কেন্দ্রীয় শহীদ মিনারেও মানুষের ঢল নামে। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয় অভিভাবক, শিক্ষক ও সাংস্কৃতিক কর্মীরা।

শুক্রবার বাদ জুমা জাতীয় প্রেসক্লাবের সামনে 'দ্রোহযাত্রা' সমাবেশ করে বিক্ষোভকারীরা। বিকেল ৩টায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রেসক্লাবের সামনে গান-কবিতা-পথনাটক পরিবেশন করা হয়। এরপর শহীদ মিনার অভিমুখে গণমিছিল শুরু করেন তারা।

অন্যদিকে জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকেও হাইকোর্ট এলাকা ঘুরে শাহবাগ পর্যন্ত মিছিল করেছে শত শত মানুষ। শাহবাগে কিছুক্ষণ অবস্থানের পর মিছিল নিয়ে প্রেসক্লাবে যান তারা। সেখানে প্রায় কয়েক হাজার মানুষের জমায়েত হয়। 
 
প্রেসক্লাবে কর্মসূচি শেষে লম্বা মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে অবস্থান নেন বিক্ষোভকারীরা। বিকেল সোয়া ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শহীদ মিনারে হাজারো বিক্ষোভকারী অবস্থান করছেন।

এ সমাবেশ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, অধিকার-কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষকে অংশ নিতে দেখা গেছে। তাদের নানা প্ল্যাকার্ড প্রদর্শন করতেও দেখা যায়।

আরও পড়ুন

×