ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

দেশে চলছে কারফিউ, আজ ‘মার্চ টু ঢাকা’, ৩ দিনের ছুটি শুরু

দেশে চলছে কারফিউ, আজ ‘মার্চ টু ঢাকা’, ৩ দিনের ছুটি শুরু

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪ | ১০:১৭ | আপডেট: ০৫ আগস্ট ২০২৪ | ১৪:০০

সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার, যা গতকাল সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। আজ সোমবার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ ছাড়া আজ থেকে দেশে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

গতকাল বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথকভাবে এই দুটি সিদ্ধান্ত নিয়েছে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ এক বার্তায় ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত সরকারের পদত্যাগের দাবি ও অসহযোগ আন্দোলনকে ঘিরে গতকাল ঢাকাসহ বিভিন্ন জেলায় ব্যাপক সংঘাত-সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে কারফিউ বলবৎ থাকবে। এ সিদ্ধান্ত ঢাকাসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা ও উপজেলা সদরের জন্য কার্যকর হবে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবির আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত ১৯ জুলাই রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি করে সরকার। দিনের একটি নির্দিষ্ট সময় শিথিল থাকলেও ১৯ জুলাই রাত থেকে কারফিউ বহাল রয়েছে।

কারফিউতে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী

সরকারের জারি করা কারফিউতে সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন করবে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের জানমাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে। এ ব্যাপারে জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

মার্চ টু ঢাকা কর্মসূচি

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ সোমবার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি অনুযায়ী, দুপুর ২টায় রাজধানীর শাহবাগ মোড়ে জমায়েত হবে তারা। এজন্য সারাদেশ থেকে ছাত্র-জনতাকে ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন সমন্বয়করা। 

গতকাল রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সংবাদকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া এক বার্তায় এ আহ্বান জানান।

আসিফ মাহমুদ বার্তায় বলেন, “পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করা হলো। সারাদেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশে যাত্রা করার আহ্বান জানাচ্ছি।” তিনি আরও বলেন, ‘আজ যে তাজা রক্ত ঝরালেন। এই রক্তের ভয়াবহ শোধ নিতে ঢাকায় আসছে সারাদেশের জনস্রোত। ঢাকায় ১ কোটি ছাত্র-জনতার সম্মিলন ঘটবে ইনশাআল্লাহ। যে যেভাবে পারেন, রাতেই ঢাকার উদ্দেশে যাত্রা করুন। ঢাকার আকাশ-বাতাস ধ্বনিত হবে স্বৈরাচার পতনের স্লোগানে।’ 

গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, উত্তরবঙ্গ হয়ে আসা ছাত্র-জনতা মহাখালীতে, সব বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র ও জনতা রামপুরা-বাড্ডায়, নারায়ণগঞ্জ হয়ে আসা ছাত্র-জনতা সায়েদাবাদে, মিরপুর ১০-এ আশেপাশের এলাকার ছাত্র-জনতা, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশেপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও জনতা শহীদ মিনারে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বরিশাল রুট দিয়ে আসা ছাত্র-জনতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, মোহাম্মদপুরে আশেপাশের এলাকার ছাত্র-জনতা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে আসা ছাত্র-জনতা গাবতলীতে অবস্থান নেবে।

সাধারণ ছুটি

কারফিউর কারণে জুলাই মাসে তিন দিন সাধারণ ছুটি ছিল। আর কয়েক দিন সীমিতভাবে সরকারি অফিস চলে। এর মধ্যে গতকাল নির্বাহী আদেশে সোম, মঙ্গল ও বুধবার—তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাহী আদেশে দেওয়া ছুটির শর্ত আগের ছুটির মতোই থাকবে। সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস ও বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল ও জরুরি সেবা এবং এ-সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আজ থেকে তিন দিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। এ ছাড়া এই সময়ে শেয়ারবাজারে লেনদেন হবে না।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের সই করা পৃথক বিজ্ঞপ্তি অনুযায়ী, উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ ও অধস্তন আদালত/ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

আরও পড়ুন

×