তলবি সভায় সুপ্রিম কোর্ট বারের নতুন কমিটি ঘোষণা

সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪ | ০৪:৩৩
সাধারণ আইনজীবীদের তলবি সভায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সেশনের বাকি মেয়াদের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
রোববার সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বারের সাবেক সভাপতি ড. রফিকুল ইসলাম মেহেদী এ কমিটির ঘোষণা দেন।
কমিটিতে সহসভাপতি পদে মোহাম্মদ হুমায়ুন কবির মঞ্জু ও সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, ট্রেজারার পদে রেজাউল করিম রেজা, সহসম্পাদক পদে মাহফুজুর রহমান (মিলন) ও আবদুল করিম, সদস্য হিসেবে সৈয়দ ফজলে এলাহি অভি, এ বি এম ইব্রাহিম খলিল, ফাতেমা আক্তার, শফিকুল ইসলাম, আশিকুজ্জামান নজরুল, মহি উদ্দিন মো. হানিফ ও রাসেল আহম্মেদকে নির্বাচন করা হয়েছে।
এর মধ্যে সভাপতি পদে মাহবুব উদ্দিন খোকনসহ বিএনপির চারজন সুপ্রিম কোর্ট বারের কার্যনির্বাহী কমিটিতে দায়িত্ব পালন করে আসছিলেন। ব্যারিস্টার কাজলসহ অন্যরা ওই নির্বাচনে অংশ নিয়েছিলেন। কিন্তু তারা ‘বিতর্কিত নির্বাচন’ আখ্যা দিয়ে ভোট গণনায় অংশ নেওয়া থেকে বিরত ছিলেন।
- বিষয় :
- বার
- সুপ্রিম কোর্ট
- আইনজীবী সমিতি
- কমিটি ঘোষণা