বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে প্রচারিত গণমাধ্যমের তালিকা ভুয়া

ফাইল ফটো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪ | ১৬:২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে একটি স্বার্থান্বেষী মহল দেশের মূলধারার গণমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়কে এ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্রনেতারা।
তারা বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে এ মহলটি কিছু গণমাধ্যমের তালিকা করে চিঠির মাধ্যমে বা কাউকে-কাউকে ব্যক্তিগতভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন বা সহযোগিতা না করায় এসব গণমাধ্যমকে সহযোগিতা না করতে বলছে এবং করলে অপমান-অপদস্থ কিংবা চাকরিচ্যুত করার হুমকি দিচ্ছে।
এ বিষয়ে ছাত্র নেতারা প্রধান উপদেষ্টার কার্যালয়কে স্পষ্ট জানিয়েছেন, এ ধরনের চিঠি ও তালিকা অপপ্রচারমূলক ও ভুয়া। এতে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছেন নেতারা। খবর-বাসস