ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

শুভ জন্মাষ্টমী

বিশেষ প্রার্থনা উৎসবে খরচ কমিয়ে বন্যার্তদের পাশে

বিশেষ প্রার্থনা উৎসবে খরচ কমিয়ে বন্যার্তদের পাশে

ছবি-বাসস

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪ | ২১:২৭

সম্প্রীতি ও সৌহার্দ্যের চেতনায় ঢাকাসহ সারাদেশে সোমবার মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে বন্যার্তদের জন্য করা হয় বিশেষ প্রার্থনা। এ ছাড়া উৎসবের খরচ কমিয়ে সেই অর্থ পাঠানো হয় দুর্গতদের জন্য।

জন্মাষ্টমী উৎসবের দিনব্যাপী অনুষ্ঠানমালায় সারাদেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ছাড়াও ছিল বিশেষ প্রার্থনা সভা, মঙ্গলাচরণ, নামকীর্তন, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, পদাবলি কীর্ত্তন, কৃষ্ণপূজা, আলোচনা সভা ও ধর্মীয় সংগীতানুষ্ঠান। তবে কয়েকটি জেলায় জন্মাষ্টমীর শোভাযাত্রা না করে সেই অর্থ বন্যার্তদের মধ্যে বিতরণ করা হয়েছে। 
দিবসটি উপলক্ষে সোমবার রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বঙ্গভবনে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করেন। 

মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির আয়োজনে দুই দিনব্যাপী কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব সোমবার শুরু হয়। এদিন সকাল ৮টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়। সেখানে বন্যার্তদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। দুপুরে ঐতিহাসিক জন্মাষ্টমীর শোভাযাত্রায় পুণ্যার্থীদের ঢল নামে। দুপুর ২টায় পলাশীর মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভার পর মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। 

উদ্বোধনের পর বিকেল ৩টায় পলাশীর মোড় থেকে হাজারো নারী-পুরুষের অংশগ্রহণে জন্মাষ্টমীর মিছিল বের করা হয়। রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসা বর্ণাঢ্য বেশ কয়েকটি মিছিলে মহাবতার শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্তটি স্মরণ করিয়ে দিতে ছোট ছোট শিশুকে কৃষ্ণের অবয়বে সাজিয়ে মাথায় নিয়ে মিছিলে অংশ নেন ভক্তরা। এ সময় ঢাক, খোল, করতাল, শঙ্খ, উলুধ্বনিতে চারদিক মুখর হয়ে ওঠে। 

জন্মাষ্টমীর এই শোভাযাত্রাটি ঢাকেশ্বরী মন্দির থেকে পলাশীর মোড় হয়ে পুরান ঢাকার ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) রাজধানীর স্বামীবাগ ইসকন আশ্রমে জন্মাষ্টমী মহোৎসবে আলোচনা সভা, গরিব-দুস্থদের মধ্যে বস্ত্র ও খাদ্য বিতরণসহ জন্মাষ্টমীর নানা ধর্মীয় অনুষ্ঠান উদযাপিত হয়। এ ছাড়া বিভিন্ন মন্দির, পূজামণ্ডপ ও ধর্মীয় সংগঠন জন্মাষ্টমী উপলক্ষে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে।

আরও পড়ুন

×