ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

টিএসসিতে গণত্রাণ কর্মসূচি: ষষ্ঠ দিনে সংগ্রহ সাড়ে ৪৯ লাখ টাকা

টিএসসিতে গণত্রাণ কর্মসূচি: ষষ্ঠ দিনে সংগ্রহ সাড়ে ৪৯ লাখ টাকা

ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪ | ০২:১৬

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত টানা ষষ্ঠ দিনের মতো গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে ৪৯ লাখ ৫১ হাজার ৮০০ টাকা সংগ্রহ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কার্যক্রমের মিডিয়া সমন্বয়ক রেজওয়ান হাসান রিফাত।
তিনি বলেন, রাতের সংগ্রহের হিসাব বুধবার জানানো হবে। 

মঙ্গলবার সকাল ৮টা থেকে ‘গণত্রাণ কর্মসূচি’ ব্যানারে টিএসসিতে এ কার্যক্রম পরিচালনা শুরু হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে।

এদিকে সমন্বয়ক লুৎফর রহমান জানিয়েছেন, গত পাঁচদিনে টিএসসিতে নগদ অর্থ সংগ্রহ হয়েছে ৫ কোটি ৭৩ লাখ ৯৯ হাজার ৬৯০ টাকা। এছাড়া মোবাইল ব্যাংকিংয়ে ৬০ লাখ টাকার বেশি কালেকশন হয়েছে। 

অন্যান্য দিনের ন্যায় শিক্ষার্থীরা দুটি ভাগে ভাগ হয়ে ত্রাণ সংগ্রহ করে। বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নগদ অর্থ ও ওষুধ সংগ্রহ ও জিমনেশিয়াম, ডাকসুতে অন্য ত্রাণ সংগ্রহ করা হয়। এছাড়াও ক্যাম্পাসের এলাকায় ঢাবির বিভিন্ন বিভাগের ব্যানারে বুথ বসিয়ে ত্রাণ সংগ্রহ করে শিক্ষার্থীরা।

গণত্রাণ সংগ্রহের ষষ্ঠ দিনেও প্রাইভেট কার, সিএনজি, রিকশা, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনে করে মানুষদের আসতে দেখা যায়। তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার উদ্দেশ্যে টিএসসিতে উপস্থিত হয়েছেন। এদের মধ্যে অনেককে নগদ অর্থ দান করতে দেখা যায়। 

এর আগে বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে বন্যাকবলিত জেলায় রেসকিউ অপারেশন এবং ত্রাণ বিতরণ কর্মসূচি চালু এবং পাবলিক ফান্ড রেইজিং উদ্যোগ শুরুর কথা জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার। এর পরই বৃহস্পতিবার থেকে শুরু হয় ঢাবির টিএসসিতে গণত্রাণ সংগ্রহ। এছাড়া বিশ্ববিদ্যালয়টির হল বিভাগে স্ব স্ব উদ্যোগে চলছে বন্যার্তদের সহযোগিতা করতে বিভিন্ন কার্যক্রম।

আরও পড়ুন

×