ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সচিবদের নিজ আওতাধীন কোম্পানির চেয়ারম্যান থাকা উচিত নয়: জ্বালানি উপদেষ্টা

সচিবদের নিজ আওতাধীন কোম্পানির চেয়ারম্যান থাকা উচিত নয়: জ্বালানি উপদেষ্টা

বুধবার পেট্রোবাংলায় এক মতবিনিময় সভায় উপদেষ্টা। ছবি: সমকাল

সমকাল প্রতি‌বেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪ | ১৯:৩৫ | আপডেট: ২৮ আগস্ট ২০২৪ | ১৯:৩৭

সচিবদের তাদের আওতাধীন কোনো কোম্পানির চেয়ারম্যান হিসেবে থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, এতে স্বার্থের ব্যাঘাত ঘটে। ভবিষ্যতে কোনো সচিব যাতে নিজের আওতাধীন কোনো কোম্পানির চেয়ারম্যান না হয়, সেদিকে লক্ষ্য রাখা হবে। কোম্পানিগুলোতে ছাত্র প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুহাম্মদ ফাওজুল কবির খান এমন মন্তব্য করেছেন। বুধবার পেট্রোবাংলায় ড. হাবিবুর রহমান অডিটোরিয়ামে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও এর আওতাধীন দপ্তর/সংস্থা/কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন উপদেষ্টা।

সভায় তিনি বলেন, মানুষের পরিবর্তনের প্রত্যাশাকে অনুধাবন কর‌তে হ‌বে। রাজপথের ভাষা বুঝতে না পারলে সকলের কী পরিণত হবে তা বুঝতে হবে। বর্তমান সরকারের পেছনে দর্শনটা বুঝে সেভাবেই সকলের আচরণ করার আহ্বান জানান। 

ফাওজুল কবির বলেন, মানুষ কেন রাস্তায় নেমে এসেছিল, কেন রক্ত দিয়েছিল তা বুঝতে হবে এবং অনুধাবন করতে হবে। 

ইতোমধ্যে জ্বালানি খাতে যে অনিয়ম হয়েছে, তার ক্ষেত্রে কী করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যেহেতু এ ব্যাপারে চুক্তি আইনের প্রশ্ন জড়িত। তাই এ ব্যাপারে ব্যবস্থা নিতে কিছুটা সময় প্রয়োজন। প্রয়োজনে সাবেক বিচারপতির সমন্বয়ে কমিটি করে বিদ্যমান চুক্তির শর্তগুলো রিভিউ করার পদক্ষেপ নেবেন বলেও তিনি জানান।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের ব্যাপারে আপনার উদ্যোগ কী হবে এমন প্রশ্নের জবাবে ফাওজুল কবির খান বলেন, বেআইনি সংযোগ বিচ্ছিন্নের ব্যাপারে তথ্য নিয়ে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম, পেট্রোবাংলার  চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, বিপিসির চেয়ারম্যান আমিন উল আহসান এবং বিভিন্ন দপ্তর প্রধানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
 

আরও পড়ুন

×