ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

ছাত্র-জনতার আন্দোলন

আহত-নিহতদের তথ্য চেয়ে ভিসি, ডিসি, এসপিদের চিঠি পাঠাবে প্রসিকিউশন

আহত-নিহতদের তথ্য চেয়ে ভিসি, ডিসি, এসপিদের চিঠি পাঠাবে প্রসিকিউশন

চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:৪৬ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪ | ২০:৩৬

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আহত-নিহতের তথ্য উপাত্ত এবং মামলার তথ্য চেয়ে সব বিশ্ববিদ্যালয়ের ভিসি, সব জেলা প্রশাসক, এসপি, সিভিল সার্জন ও সরকারি হাসপাতালে সোমবারের মধ্যে চিঠি দেওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে এ চিঠি দেওয়া হচ্ছে।

সোমবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। 

সব গণমাধ্যমের কাছে জুলাই-আগস্টের আন্দোলনের ফুটেজ চেয়েও অনুরোধ পত্র পাঠানো হবে। পাশাপাশি দেশের বড় কবরস্থানগুলোর তত্ত্বাবধায়কদের কাছেও চিঠি পাঠানো হবে। সেসব কবরস্থানে পরিচয় এবং বেওয়ারিশ কতজনকে দাফন করা হয়েছে তার তথ্য চাওয়া হবে। গণহত্যার তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করতে সংশ্লিষ্ট সবার কাছে আহ্বান জানান চিফ প্রসিকিউটর।

তিনি বলেন, আন্দোলনের সবচাইতে বড় সাক্ষী হচ্ছেন ছাত্র-ছাত্রীরা। আমরা এ আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় করব।

আসামিদের গ্রেপ্তারের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, এ অপরাধগুলোর মাত্রা এতটাই ভয়াবহ যে তদন্ত কালে আসামিদের গ্রেপ্তার করা প্রয়োজন হবে। নিশ্চয়ই আমরা অপরাধীদের গ্রেপ্তার চাইবো। আমাদের প্রথম চেষ্টা থাকবে যারা সম্ভাব্য অপরাধী তারা যাতে আদালতের জুরিসডিকশনের বাইরে চলে যেতে না পারেন। সেটা ঠেকানোর চেষ্টা থাকবে।
 

আরও পড়ুন

×