ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ছাত্র আন্দোলনে হামলা

বিএসএমএমইউ শিক্ষক নিপুণ গ্রেপ্তার

বিএসএমএমইউ শিক্ষক নিপুণ গ্রেপ্তার

ডা. হাসানুল হক নিপুণ। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪ | ০০:২৫

ছাত্র–জনতার ওপর হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহকারী অধ্যাপক ডা. হাসানুল হক নিপুণকে। 

বুধবার তাঁকে গাজীপুর থেকে গ্রেপ্তার করে গাজীপুর মহানগর পুলিশ। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে গত ১৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলা করেন ইসমাঈল হোসেন। ওই মামলায়  শিক্ষক নিপুণকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে তোলা হবে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিএসএমএমইউ হাসপাতালের অভ্যন্তরে ছাত্র–জনতার ওপর হত্যার উদ্দেশ্যে হামলা এবং হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে পার্কিং করা সরকারি গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ রয়েছে এই শিক্ষকের বিরুদ্ধে। 

আরও পড়ুন

×