ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিআইডব্লিউটিএ'র ৬ কর্মচারী সাময়িক বরখাস্ত

টিকিট জালিয়াতি

বিআইডব্লিউটিএ'র ৬ কর্মচারী সাময়িক বরখাস্ত

ফাইল ফটো

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:৩৯

টিকিট জালিয়াতির অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ছয়জন কর্মচারীকে সোমবার চাকরি থেকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। সংস্থার ঢাকা নদীবন্দরের সদরঘাট লঞ্চ টার্মিনালে টিকিট জালিয়াতি করে তারা সেনাবাহিনীর হাতে ধরা পড়েছিলেন।

এই ছয় কর্মচারী হলেন– সংস্থার শুল্ক আদায়কারী সলিমুল্লাহ চৌধুরী, জাহাঙ্গীর হোসেন ও মোনায়েম বসুনিয়া এবং শুল্ক প্রহরী রেজওয়ানুল ইসলাম, রফিক উল্যাহ ও পারভেজ খান। 

জানা গেছে, ওই কর্মচারীরা গত শনিবার সদরঘাট লঞ্চ টার্মিনালের লালকুঠি ঘাটে যাত্রীদের প্রবেশের জন্য সরকারি প্রবেশ ফি ১০ টাকা মূল্যের টিকিট (বাতিল ও লুজ) অবৈধভাবে সংগ্রহ ও পুনরায় বিক্রি করছিলেন। এ সময় সেনাবাহিনীর একটি টহল টিমের কাছে তারা ধরা পড়েন। পরে বিআইডব্লিউটিএর বন্দর ও পরিবহন বিভাগের অতিরিক্ত পরিচালক ও অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক একেএম আরিফ উদ্দিনের হস্তক্ষেপে তাদের ছাড়িয়ে রাখা হয়। একই সঙ্গে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টাও করা হয়। কিন্তু বিষয়টি জানাজানি হলে অন্য কর্মচারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। 

গণমাধ্যমকর্মীদের মধ্যেও খবরটি ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা স্বাক্ষরিত দপ্তর আদেশে ছয় কর্মচারীকে চাকরি থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়।

ঢাকা নদীবন্দরের বন্দর ও পরিবহন কর্মকর্তা কবির হোসেন এর সত্যতা নিশ্চিত করে সমকালকে বলেন, কেউ অপরাধ করে ধরা পড়লে তার বিরুদ্ধে ব্যবস্থা তো নিতেই হবে। তদন্তে দোষী প্রমাণ হলে নিয়মানুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

আরও পড়ুন

×