ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

লন্ডনের হাইকমিশনার সাইদা মুনাকে আনা হচ্ছে ঢাকা 

লন্ডনের হাইকমিশনার সাইদা মুনাকে আনা হচ্ছে ঢাকা 

সাইদা মুনা তাসনীম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ০৯:৪৬ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ১১:০৩

লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীমকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে। লন্ডনের দায়িত্বভার ত্যাগ করে খুব দ্রুত ঢাকায় ফিরতে বলা হয়েছে বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১১তম ব্যাচের এ কর্মকর্তাকে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে তাকে বদলি করা হয়। সাইদা মুনা তাসনীমের ২৬ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে। 

সাধারণত রেওয়াজ অনুযায়ী একজন কূটনীতিক কোনো মিশনে তিন বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে থাকেন। তবে বিগত আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন এ কর্মকর্তা ২০১৮ সালের ৩০ নভেম্বর থেকে লন্ডনে হাইকমিশনারের দায়িত্ব পালন করে আসছেন। 

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনকে আওয়ামী লীগের দলীয় কার্যালয় বানিয়ে ফেলেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ করে আসছিলেন বিএনপি সমর্থক প্রবাসীরা। দেশটিতে বাংলাদেশি বংশোদ্ভূত লোকজন যুক্তরাজ্যে হাইকমিশনার পরিবর্তনের জন্য অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায়ে চিঠিপত্র এবং স্মারকলিপিও পাঠান। 

সাইদা মুনা তাসনীম এর আগে থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারও আগে নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশন এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন পদে ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি একাধিক বিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্বপালন করেন। জলবায়ু কূটনীতিতে অবদানের ২০২২ সালে ‘ডিপ্লোম্যাট অ্যাওয়ার্ড অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছিলেন হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ স্কুল (সোয়াস) থেকে জননীতি এবং ব্যবস্থাপনায় এমএসসি ডিগ্রি অর্জন করেন এ কূটনীতিক। 

আরও পড়ুন

×