দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা স্মারক উপহার দেয় মহানগর সর্বজনীন পূজা কমিটি। শনিবার ঢাকেশ্বরী মন্দিরে। ছবি: পিআইডি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪ | ০১:৩৫ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ | ০৭:৪২
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শনিবার পুরান ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ড. মুহাম্মদ ইউনূস দেশের বাঙালি হিন্দুদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন এবং সেখানে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
‘প্রশাসন আন্তরিকভাবে দায়িত্ব পালন করছে’
মুন্সীগঞ্জ ও সিরাজদীখান প্রতিনিধি জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবার দুর্গাপূজায় সরকার ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এর আগের সরকার ২ থেকে ৩ কোটি টাকা বরাদ্দ দিত। এ ছাড়া এবার পূজায় প্রশাসন আন্তরিকভাবে দায়িত্ব পালন করছে। শনিবার সিরাজদীখান উপজেলার সন্তোষপাড়া গ্রামে কেন্দ্রীয় দুর্গা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এর আগে উপদেষ্টা শ্রীনগর উপজেলার দুটি মন্দির পরিদর্শন করেন।
‘ধর্মকে রাজনীতিতে ব্যবহার যেন না করা হয়’
সাতক্ষীরা ও শ্যামনগর প্রতিনিধি জানান, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, নতুন বাংলাদেশ হবে সাম্প্রদায়িক-সম্প্রীতির। ধর্মকে রাজনীতিতে ব্যবহার না করে সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রাখতে হবে। বিভিন্ন সময়ে ফ্যাসিবাদী সরকার সাম্প্রদায়িক বিভাজন উস্কে দিয়ে মানুষকে শোষণ করেছে। শনিবার শ্যামনগর পৌরসভার নকিপুর জমিদারবাড়ি পুজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ ছাড়া তিনি শ্যামনগরের ঈশ্বরীপুরে শ্রী শ্রী যশোরেশ্বরী মন্দির পরিদর্শনে যান এবং মন্দির কর্তৃপক্ষসহ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতাদের সঙ্গে কথা বলেন। তিনি এই মন্দির থেকে চুরি হওয়া স্বর্ণের মুকুটের বিষয়ে খোঁজ-খবর নেন। চুরির রহস্য উদ্ঘাটনসহ দ্রুত মুকুট উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি।
এর আগে তিনি সাতক্ষীরার দেবহাটায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আসিফের কবর জিয়ারত করেন। তিনি উপজেলার আস্কারপুরে আসিফের বাড়িতে যান এবং তাঁর পিতাসহ স্বজনদের সান্ত্বনা দেন। উপজেলার পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ আসিফ মিনি স্টেডিয়াম স্থাপনের জায়গা নির্ধারণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানেও তিনি বক্তব্য দেন। সেখান থেকে শ্যামনগরে পৌঁছান তিনি।
- বিষয় :
- প্রধান উপদেষ্টা
- ড. ইউনূস
- দুর্গাপূজা