ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বোঝাপড়ার মাধ্যমে পানি বণ্টন সমস্যা সমাধান করা উচিত: যুক্তরাষ্ট্র দূতাবাস

বোঝাপড়ার মাধ্যমে পানি বণ্টন সমস্যা সমাধান করা উচিত: যুক্তরাষ্ট্র দূতাবাস

বাংলাদেশে দুর্যোগের ঝুঁকি কমানো নিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সংবাদ সম্মেলন

কূটনৈতিক প্রতিবেদক  

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪ | ২২:০৭

প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতা ও বোঝাপড়ার মাধ্যমে পানি বণ্টনসহ অন্যান্য সমস্যা সমাধান করা উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহযোগী সংস্থা ইউএসআইডির হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স কার্যালয়ের পরিচালক মুস্তাফা এল হামজাউই। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে দুর্যোগের পেছনে ভূরাজনৈতিক সংযোগ নিয়ে জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন। 

বাংলাদেশে দুর্যোগের ঝুঁকি কমানো নিয়ে রাজধানীর আমেরিকান সেন্টারে সংবাদ সম্মেলনটির আয়োজন করে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস। এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মুস্তাফা এল হামজাউই এবং ইউএসআইডির সিনিয়র অ্যাডভাইজার শাহনাজ জাকারিয়া। 

বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের পেছনে যুক্তরাষ্ট্র কোনো ভূরাজনৈতিক সংযোগ দেখে কিনা এবং দুর্যোগের ঝুঁকি কমাতে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নে মুস্তাফা এল হামজাউই বলেন, দুর্যোগ মোকাবিলায় যুক্তরাষ্ট্র সরকার বহু বছর ধরে বাংলাদেশকে সহযোগিতা করে আসছে। ভূরাজনৈতিকভাবে প্রতিটি দেশই পানিসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌম অধিকার রাখে। এ ক্ষেত্রে প্রতিবেশী দেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে উৎসাহ দেয় যুক্তরাষ্ট্র। কারণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব সব দেশকেই ভোগ করতে হচ্ছে। দেশগুলোর মধ্যে সহযোগিতা ও বোঝাপড়ার মাধ্যমেই পানি বন্টনসহ অন্যান্য সমস্যা সমাধান করা উচিত।

এ নিয়ে ইউএসআইডি হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স কার্যালয়ের সিনিয়র অ্যাডভাইজার শাহনাজ জাকারিয়া বলেন, এ সমস্যা সমাধানে আঞ্চলিক সহযোগিতা থাকতে হবে। বাংলাদেশের অভিন্ন ৫৭টি নদী রয়েছে। নতুন একটি কনসেপ্ট এসেছে– ‘ফ্লাইং রিভার’। দক্ষিণ এশিয়ার নদীগুলোর আর্দ্রতা বাড়ছে। এতে এ অঞ্চলে প্রচুর বৃষ্টি হচ্ছে। অন্য দেশও আক্রান্ত হচ্ছে। এর কারণ খুঁজতে এবং দুর্যোগ মোকাবিলায় দেশগুলোর পারস্পরিক সহযোগিতা থাকতে হবে।
 

আরও পড়ুন

×