ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

এসবি, পিবিআই ও শিল্প পুলিশে নতুন প্রধান

এসবি, পিবিআই ও শিল্প পুলিশে নতুন প্রধান

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪ | ২১:৪৫

পুলিশের বিশেষ শাখা (এসবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও শিল্পাঞ্চল পুলিশে নতুন প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার তিন কর্মকর্তা দায়িত্ব পেলেন। তাদের চলতি দায়িত্ব হিসেবে পদায়ন করা হয়েছে। 

এসবিপ্রধান হলেন গাজীপুর মহানগরীর পুলিশ কমিশনার খোন্দকার রফিকুল ইসলাম, পিবিআইপ্রধান মোস্তফা কামাল এবং শিল্পাঞ্চল পুলিশের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে ছিবগাত উল্লাহকে। 

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌফিক আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়। 

প্রজ্ঞাপনে আরও তিন কর্মকর্তাকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে। তারা হলেন– আকরাম হোসেন, আবু নাছের মোহাম্মদ খালেদ ও মোসলেহ উদ্দিন আহমদ।

আরও পড়ুন

×