পঞ্চদশ সংশোধনী নিয়ে রুলের শুনানি শুরু
‘এই সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থি’

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪ | ২১:০৭
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে করা রিটের শুনানি শুরু হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ বুধবার শুনানি অনুষ্ঠিত হয়।
প্রথম দিনে শুনানি করেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ ৫ বিশিষ্ট ব্যক্তির বিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ড. শরিফ ভূঁইয়া। এ সময় বিএনপির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল প্রমুখ। জামায়াতের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আগামী ৬ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেছেন আদালত।
পরে আইনজীবী শরীফ ভূঁইয়া সাংবাদিকদের জানান, পঞ্চদশ সংশোধনীর পুরোটাই বাতিল চেয়েছেন তিনি। এই সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থি।
গত ১৯ আগস্ট জনস্বার্থে পাঁচজন বিশিষ্ট ব্যক্তির করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ সরকারের সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন। পরে আবেদনকারী পক্ষ রুল শুনানির জন্য উপস্থাপন করলে বিচারপতি ফারাহ মাহবুব ৩০ অক্টোবর দিন ধার্য রেখেছিলেন।
পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে রিটকারীদের অন্য চারজন হলেন- তোফায়েল আহমেদ, এম হাফিজ উদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান। রুলের ওপর মতামত দিতে বিএনপি ও জামায়াত পরে যুক্ত হয়।
২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হয় এবং রাষ্ট্রপতি ২০১১ সালের ৩ জুলাই তাতে অনুমোদন দেন। ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়।
রুলে পক্ষভুক্ত হতে চায় ইনসানিয়াত বিপ্লব
তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুলে পক্ষভুক্ত হতে হাইকোর্টে আবেদন করেছেন নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে ইমাম হায়াতের পক্ষে অ্যাডভোকেট আব্দুর রউফ আবেদন দাখিল করেন।
- বিষয় :
- সংবিধান সংশোধনী
- হাইকোর্ট
- শুনানি