ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মানবাধিকার কমিশনের প্রতিবেদন

অক্টোবরে হামলা মামলা ও ধর্ষণের ঘটনা বেড়েছে

অক্টোবরে হামলা মামলা ও ধর্ষণের ঘটনা বেড়েছে

ফাইল ফটো

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪ | ২২:৩০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে অক্টোবরে বেড়েছে মামলা। এসব মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন দলের নেতাকর্মী, সাধারণ নাগরিক এবং সাংবাদিকদের ঢালাওভাবে আসামি করা হয়েছে।

মঙ্গলবার জাতীয় মানবাধিকার কমিশনের মনিটরিং প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা এবং অপরাধজনিত কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। বেড়েছে গণপিটুনি, ধর্ষণ ও সনাতনীদের ওপর হামলাও।

প্রতিবেদনে বলা হয়, অক্টোবরে ২৬টি গণপিটুনির ঘটনা ঘটেছে। এতে ১৮ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। ২২ নারী ও ২৩ শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ছাড়া কয়েক বছর আগে সংঘটিত গুমের একাধিক অভিযোগও এ মাসে দায়ের হয়েছে। পুলিশের বিরুদ্ধে ঘুষ, চাঁদা দাবি, মামলা না নেওয়ার তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন

×