সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

উদ্ধার হওয়া পিস্তল, ম্যাগাজিন, ২৫ রাউন্ড গুলি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪ | ২১:৪৯
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে লাইসেন্সকৃত পিস্তল, ম্যাগাজিন, ২৫ রাউন্ড গুলিসহ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে তেজগাঁও থানা পুলিশ রাজধানীর ফার্মগেটে মণিপুরিপাড়ায় অভিযান চালিয়ে এ পিস্তল উদ্ধার করে।
বুধবার ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানার ওসি মোবারক হোসেনের নেতৃত্বে এক দল পুলিশ মণিপুরিপাড়ার ৬ নম্বর ফটকের ১৩২ ও ১৩৯ নম্বর বাড়ির সামনে রাস্তার ওপর থেকে পিস্তলটি উদ্ধার করে। উদ্ধার করা পিস্তল বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, লাইসেন্স পর্যালোচনায় দেখা যায়, পিস্তলটি জার্মানির তৈরি। এটির মালিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গত ২৩ জানুয়ারি পিস্তলটির রেজিস্ট্রেশন নবায়ন করা হয়েছিল।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা ১৩৬/১ মণিপুরিপাড়া হওয়ায় ধারণা করা হচ্ছে, কে বা কারা এটা ফেলে গেছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আসাদুজ্জামান খান আত্মগোপনে রয়েছেন। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।