ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনের দাফন সম্পন্ন

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনের দাফন সম্পন্ন

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে তোলা ছবি- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪ | ১৭:৫৪

সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিনকে মঙ্গলবার রাজধানীর খিলখেত থানা সংলগ্ন নিকুঞ্জ-১ জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বাদ জোহর সুপ্রিম কোর্ট ইনার গার্ডেন এবং পরে বাদ আসর নিকুঞ্জ-১ জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার জানাজায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানসহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, আইনজীবীসহ শুভান্যুধায়ীরা অংশগ্রহণ করেন। এ সময় প্রয়াতের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

গত ২৪ অক্টোবর দেশের ১৫তম প্রধান বিচারপতি রুহুল আমিন ৮৩ বছর বয়সে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিচারপতি রুহুল আমিনের জন্ম ১৯৪১ সালে, লক্ষ্মীপুরে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে রাষ্ট্রবিজ্ঞানে এমএ এবং ১৯৬৫ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮১ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী হন তিনি। পরে ১৯৯২ সালের ১৮ ফেব্রুয়ারি রুহুল আমিন হাইকোর্ট বিভাগের বিচারপতি নিযুক্ত হন। ২০০১ সালের ১১ জানুয়ারি তিনি আপিল বিভাগের বিচারপতি হন। প্রধান বিচারপতি পদে ২০০৭ সালের ১ মার্চ থেকে ২০০৮ সালের ৩১ মে পর্যন্ত দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

×