ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আন্দোলনে শহীদ পরিবারের কাছে ক্ষমা চাইলেন আইজিপি

আন্দোলনে শহীদ পরিবারের কাছে ক্ষমা চাইলেন আইজিপি

বাহারুল আলম

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪ | ০০:১৮ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ | ০৬:৪৫

গত জুলাই-আগস্টে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ প্রত্যেকের পরিবারের কাছে পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন আইজিপি বাহারুল আলম। তিনি বলেন, যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এতে অনেক নিরপরাধ পুলিশ সদস্যও নিহত হয়েছেন। তাদের পরিবারের কাছেও দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করছি।

গতকাল বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এ ক্ষমা চান। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বলেন, গণঅভ্যুত্থানের সময়কে ঘিরে হওয়া মামলায় নাম থাকলেই কাউকে গ্রেপ্তার করা হবে না। পুলিশ ও সরকার প্রথম থেকেই বলে আসছে, নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়। তার পরও বিভিন্ন মামলায় নিরীহ মানুষকে আসামি করা হয়েছে। তিনি বলেন, যদি আপনার গণহত্যায় সংশ্লিষ্টতা না থাকে, সরাসরি পুলিশের কাছে আসুন। পুলিশ বিনা যুক্তিতে ও তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেপ্তার করবে না। 

তিনি বলেন, কেউ না বুঝে মামলা করলে সুনির্দিষ্ট পদ্ধতি আছে। তার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ আসবে না। যদি ইচ্ছাকৃত বা উদ্দেশ্যমূলক মামলা করে থাকেন, তাহলে ২১১ ধারায় বিচারের মুখোমুখি হতে হবে বাদীকে।

জড়িত পুলিশ সদস্যদের বিষয়ে আইজিপি বলেন, প্রযুক্তিগত সক্ষমতা অনুযায়ী চেষ্টা চলছে। তাদের দায় এখনও প্রমাণিত হয়নি। সেটা তখনই বলা যাবে, যখন মামলার তদন্ত শেষ হবে। তবে তাদের দায় তো ছিলই। তারা কেউই দায় এড়াতে পারবেন না। তারা তো সশরীরে থেকে পুলিশকে কমান্ড করেছেন। আইনি প্রক্রিয়া তো আছে। সব তথ্যপ্রমাণ দিয়েই তাদের দায় নিরূপণ করা হবে এবং আদালত তথ্যপ্রমাণই দেখেন।

নির্বাচনে দায়িত্ব পালন প্রশ্নে আইজিপি বলেন, ‘আমি এতটুকু ব্লাঙ্ক চেক দিতে পারি, দেশে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের সাহায্য করার মতো পূর্ণ ক্ষমতা রয়েছে।’ পুলিশ পুনর্গঠন প্রশ্নে তিনি বলেন, পুলিশ পুনর্গঠনের কাজ চলমান। তদন্ত করতে পারে, সে রকম সক্ষম লোকদের বাছাই করে এ কাজে দায়িত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া সারাদেশে আটটি বিভাগের জন্য আলাদা মেন্টরিং ও মনিটরিং কমিটি করা হয়েছে। 

 

আরও পড়ুন

×