ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রুলার সম্মেলনে প্রধান বিচারপতি

কেউ যাতে ন্যায়বিচার বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে

কেউ যাতে ন্যায়বিচার বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে

রুলার সম্মেলনে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪ | ২১:৩৮ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ | ২১:৫৩

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, আইনজীবীরা বিচার বিভাগ ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করেন। কেউ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে।

শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুলা) সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান বিচারপতি এসব কথা বলেন।

রুলার আহ্বায়ক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন, আপিল বিভাগের বিচারপতি এসএম ইমদাদুল হক, হাইকোর্ট বিভাগের একেএম আসাদুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডীন ড. ফয়েজ উদ্দিন প্রমুখ।

সম্মেলনে আইনজীবীদের ভূমিকা তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, আইনজীবীরা সংবিধানের প্রথমসারির রক্ষক। আইনজীবীরা কণ্ঠহীনদের প্রতিনিধিত্ব করেন। ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় অসীম ভূমিকা রাখেন আইনজীবীরা। তিনি এসময় মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ ও অসীম সাহসিকতায় বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেও উল্লেখ করেন।

বিচার বিভাগ সংস্কারে রোডম্যাপ ঘোষণার কথা তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, এই উদ্যোগটি আমাদের বিচার বিভাগকে শক্তিশালী করতে এবং সততা ও দক্ষতার সঙ্গে জনগণের সেবা করার ক্ষমতাকে শক্তিশালী করার ভিত্তি। এতে বিচার বিভাগের জন্য একটি পৃথক সচিবালয় তৈরির প্রক্রিয়াও ঘোষণা করেছি। যা বিচার বিভাগের প্রশাসনিক স্বায়ত্তশাসন নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং যোগ্যতা প্রাতিষ্ঠানিকীকরণের জন্য একটি বিচার বিভাগীয় নিয়োগ কাউন্সিল গঠনেও সরকারের কাছে প্রস্তাব করা হয়েছে।

সম্মেলনে সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব কামাল জিয়াউল ইসলাম বাবু।

আরও পড়ুন

×