ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সংখ্যানুপাতিক নির্বাচনপদ্ধতি একটি সরকারের স্থিতিশীলতার পরিপন্থী: মির্জা ফখরুল

সংখ্যানুপাতিক নির্বাচন চায় না বেশির ভাগ দল: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪ | ১২:৪২ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ | ১৩:০৩

বাংলাদেশের রাজনৈতিক অবস্থার সঙ্গে সংখ্যানুপাতিক হারে নির্বাচনপদ্ধতি মানানসই নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ ধরনের নির্বাচনপদ্ধতি একটি সরকারের স্থিতিশীলতার পরিপন্থী। শনিবার সন্ধ্যায় লন্ডনে বাংলা গণমাধ্যমের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের বেশির ভাগ রাজনৈতিক দলও এই পদ্ধতিতে নির্বাচন চায় না। আমরা যে ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি অনুসরণ করি, সেখানেও সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন নেই। এটা শুধু ইউরোপের কিছু দেশে আছে। আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র নেপালে সংখ্যানুপাতিক নির্বাচনপদ্ধতি আছে। তারা এটা নিয়ে বেশ সমস্যায় আছে। প্রতিবছর এই একটা কারণে নেপালের সরকার পরিবর্তিত হয়।’

বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হবে, এক সাংবাদিকের এ প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘এটা আমি পরিষ্কার করে বলছি, আমার দেশের ভেতরের বিষয়ে আমি সিদ্ধান্ত নেব, অন্য কেউ সিদ্ধান্ত নেবে না। এখানে কেউ দাদাগিরি করতে এলে তা আমরা কখনও মেনে নেব না। আমরা ১৯৭১ সালে দেশ স্বাধীন করেছি পাকিস্তান থেকে বেরিয়ে এসে ভারতের পেটের মধ্যে ঢোকার জন্য নয়।’

মতবিনিময় অনুষ্ঠানে যুক্তরাজ্যে বিভিন্ন বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×