পরিকল্পনা কমিশনের সদস্য সোলেমান খানকে বাধ্যতামূলক অবসর

সোলেমান খান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪ | ১৫:২৪
জনস্বার্থ বিবেচনায় পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) সোলেমান খানকে সরকারি চাকরি হতে অবসরে পাঠানো হয়েছে৷
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে৷ এতে সই করেছেন উপসচিব জামিলা শবনম৷
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সোলেমান খানের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাঁকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করে। তাই সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। তিনি বিধি অনুযায়ী অবসরকালীন সুবিধা পাবেন।
- বিষয় :
- সচিব
- অবসর
- সরকার
- পরিকল্পনা কমিশন