ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ওবায়দুল কাদেরের দেশে থাকার কথা সরকার জানত না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ওবায়দুল কাদেরের দেশে থাকার কথা সরকার জানত না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪ | ১৬:৪৪ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ | ২২:২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেশে থাকার কথা সরকার জানত না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় তিনি এ কথা জানান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানতে চেয়েছেন ওবায়দুল কাদের দেশে লুকিয়ে আছেন- এ বিষয়ে উপদেষ্টা বলেন, ওবায়দুল কাদেরের দেশে থাকার বিষয়টি সরকার জানত না। জানলে তাকে গ্রেপ্তার করা হতো।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের মনোবল আগে থেকে বেড়েছে। তবে সময় লাগবে পুরোদমে কাজ শুরু করতে।

তিনি আরও বলেন, পুলিশের যারা পালিয়ে আছেন তারা আমাদের কাছে অপরাধী, তাদের পাওয়া গেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইন্টারপোলকে আবারো সহায়তার কথা জানানো হয়েছে।

আরও পড়ুন

×