ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শাহজালালে নিরাপত্তা মহড়া

এভিয়েশনে উন্নত সেবা ও নিরাপত্তায় সবার সহযোগিতা প্রয়োজন: বেবিচক চেয়ারম্যান

এভিয়েশনে উন্নত সেবা ও নিরাপত্তায় সবার সহযোগিতা প্রয়োজন: বেবিচক চেয়ারম্যান

ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪ | ১৭:১৪

এভিয়েশন সেক্টরে উন্নত যাত্রীসেবা এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সকল সংস্থার সহযোগিতার প্রয়োজন বলে জানিয়েছেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়া। এ ক্ষেত্রে কারও বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত এয়ারপোর্ট ইমার্জেন্সি এক্সারসাইজ (নিরাপত্তা মহড়া) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেবিচক চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিধি অনুযায়ী প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরে হাইজ্যাক, অগ্নি নিরাপত্তা, বোমা হামলাসহ বিভিন্ন ঝুঁকি মোকাবিলার সক্ষমতা যাচাই ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি দুই বছর অন্তর বিমানবন্দরে নিরাপত্তা মহড়া বাধ্যতামূলক। 
এ কারণে বিমানবন্দরে এ নিরাপত্তা মহড়ার আয়োজন করা হয়। এতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা শাখার কর্মী ছাড়াও, বাংলাদেশ বিমান সেনাবাহিনী, সেনাবাহিনী, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, এপিবিএন, ডিএমপি, স্বাস্থ্য অধিদপ্তর, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, জাহানারা হাসপাতাল, র‍্যাব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এবং নভোএয়ারসহ বিভিন্ন সংস্থা একযোগে অংশগ্রহণ করেন।

তিনি আরও বলেন, কর্মীদের সচেতনতা বাড়াতে দেশের অন্যান্য বিমানবন্দরেও এ মহড়ার আয়োজন করা হবে।

অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য দেন হযরত শাহজালাল অন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম। এ সময় অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এমডি ও সিইও ড. মো. সাফিকুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।  

আরও পড়ুন

×