লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. হাফিজ, সা.সম্পাদক শাফায়াত

ড. হাফিজ আহমেদ চৌধুরী ও এস এম শাফায়েত হোসেন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫ | ২১:১৯
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীকে সভাপতি এবং যুগ্মসচিব এস এম শাফায়েত হোসেনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রফিকুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হালিম, কোষাধ্যক্ষ রাজিব হাসান, দপ্তর সম্পাদক মৌসুমি দাস, প্রচার সম্পাদক সৌমেন পালিত বাবু।
এছাড়া কার্যকরী কমিটির সাত সদস্য হলেন- মুহম্মদ জাকির হোসেন, মাহবুবুর রহমান, আবু রায়হান, জিহান বিনতে এনাম, আরিফ রাব্বানী খান, মোহাম্মদ দেলোয়ার হোসেন ও মুহাম্মদ হারেস।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে ৬ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচাস্থ বাগিচা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য এই কার্যকরী কমিটি গঠন করা হয়।
- বিষয় :
- মন্ত্রণালয়
- কমিটি গঠন