ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫ | ০৪:২৮

ঐতিহাসিক ১০ জানুয়ারি আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এই দিনে পাকিস্তানে দীর্ঘ কারাবাস শেষে সদ্য স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন বঙ্গবন্ধু। এটি বাঙালি জাতির মুক্তিসংগ্রামের ইতিহাসের বিশেষ তাৎপর্যপূর্ণ একটি দিন। 

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের পর বাঙালি জাতি চূড়ান্ত বিজয় লাভ করে। তবে পরের বছরের ১০ জানুয়ারি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ফিরে আসার মধ্য দিয়েই প্রকৃতপক্ষে এই বিজয় পূর্ণতা পায়। বঙ্গবন্ধু নিজেই তাঁর এ স্বদেশ প্রত্যাবর্তনকে আখ্যায়িত করেছিলেন ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা’ হিসেবে।  

এবারের ১০ জানুয়ারি ভিন্ন প্রেক্ষাপটে এসেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগে রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে। স্বাধীনতার নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ কার্যত ছিন্নবিচ্ছিন্ন। দলটির অনেক নেতাকর্মী, মন্ত্রী ও এমপি গ্রেপ্তার হয়ে কারাগারে। জুলাই-আগস্টের গণহত্যা, টানা সাড়ে ১৫ বছরের দুর্নীতি-লুটপাটসহ বিভিন্ন অভিযোগে তাদের বিচার চলছে। আরেকদিকে দলটির সর্বস্তরের নেতাকর্মীও হয় আত্মগোপনে কিংবা দেশের বাইরে অবস্থান করছেন। 

এই অবস্থায় দিনটিকে ঘিরে আওয়ামী লীগের প্রকাশ্য কোনো কর্মসূচি নেই। তবে দলীয় ফেসবুক পেজ ও ই-মেইল থেকে কিছু কর্মসূচি ঘোষণার দাবি করেছে দলটি। কর্মসূচিতে রয়েছে, আজ ধানমন্ডির বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন; টুঙ্গিপাড়ায় তাঁর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন; দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা এবং প্রতিটি এলাকায় শীতবস্ত্র, কম্বল ও খাদ্য বিতরণ। এ ছাড়া দিনটিকে যথাযথ মর্যাদায় পালনের জন্য দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায় পর্যন্ত আওয়ামী লীগ ও দলের সব সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের অনুরূপ কর্মসূচির আয়োজন করার আহ্বান জানানো হয়েছে। 
           

আরও পড়ুন

×