প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫ | ২২:১৯
সমকালের অনলাইন সংস্করণে গত ১৯ ডিসেম্বর ‘আর–২২ গ্যাস চক্র লুট করে নিচ্ছে কোটি কোটি টাকা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের একটি অংশের প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিফ্রিজারেশন স্পেয়ার পার্টস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
গত ২৪ ডিসেম্বর সমবায় সমিতির সাধারণ সম্পাদক আরিফ হোসেনের সই করা প্রতিবাদপত্রে বলা হয়, ‘সংবাদের একটি অংশে প্রতি বছরে ২ হাজার ১৪৬ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। পরিসংখ্যানটি বাস্তবসম্মত নয়। এছাড়া সংবাদে প্রকাশিত অর্থের পরিমাণ কল্পকাহিনি মাত্র।’
প্রতিবেদকের বক্তব্য, বাংলাদেশ আরএসি মালিক শ্রমিক কল্যাণ অ্যাসোসিয়েশন গত ১৫ ডিসেম্বর পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি অভিযোগপত্র জমা দেয়। এতে ২ হাজার ১৪৬ কোটি টাকা হাতিয়ে নেওয়ার কথা বলা হয়।
- বিষয় :
- সংবাদ